We have 119 guests and no members online

 

 

নওগাঁ জেলা সদর থেকে ২৪ কিলোমিটার উত্তর পশ্চিমে আত্রাই নদীর তীর ঘেঁসে বরেন্দ্র অঞ্চলের অংশ বিশেষ মহাদেবপুর উপজেলা। ধান, পাট, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন কৃষি সমৃদ্ধ এলাকার এ অঞ্চল বাংলাদেশের মানচিত্রে পরিচিত। ১৯৬৭ সালের ৩১ জুলাই জাহাঙ্গীরপুর কলেজ এর কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার জনাব এ. এম. সাঈদ। ভিত্তি প্রস্তর স্থাপন করেন-মি. আজিজুল হক, তৎকালীন মহকুমা প্রশাসক, নওগাঁ। কলেজটি জাহাঙ্গীরপুর পরগণার নারায়ন চন্দ্র রায়বাহাদুর এর অংশীদার ক্ষিতিশ চন্দ্র রায় চৌধুরীর বাড়িতে প্রতিষ্ঠিত। তৎকালীন এম.পি মো: মোখলেছার রহমান চৌধুরী ও এম. এন. এ মো: মোজাফফর রহমান চৌধুরী, এম.পি. এ বেগম হামিদা চৌ: এবং ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান, ৭২ জন গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষিরোদা সুন্দরী কলেজ প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদান করেন। ১৯৭৭ সালে দক্ষিণ অংশে প্রথম ১টি বিল্ডিং সরকারি অনুদানে নির্মিত হয়। ০১/০৯/১৯৮৪ খ্রিষ্টাব্দে “জাহাঙ্গীরপুর সরকারি কলেজ” নামে জাতীয়করণ করা হয়।