Print
Category: Uncategorised
Hits: 11097

 

 

নওগাঁ জেলা সদর থেকে ২৪ কিলোমিটার উত্তর পশ্চিমে আত্রাই নদীর তীর ঘেঁসে বরেন্দ্র অঞ্চলের অংশ বিশেষ মহাদেবপুর উপজেলা। ধান, পাট, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন কৃষি সমৃদ্ধ এলাকার এ অঞ্চল বাংলাদেশের মানচিত্রে পরিচিত। ১৯৬৭ সালের ৩১ জুলাই জাহাঙ্গীরপুর কলেজ এর কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার জনাব এ. এম. সাঈদ। ভিত্তি প্রস্তর স্থাপন করেন-মি. আজিজুল হক, তৎকালীন মহকুমা প্রশাসক, নওগাঁ। কলেজটি জাহাঙ্গীরপুর পরগণার নারায়ন চন্দ্র রায়বাহাদুর এর অংশীদার ক্ষিতিশ চন্দ্র রায় চৌধুরীর বাড়িতে প্রতিষ্ঠিত। তৎকালীন এম.পি মো: মোখলেছার রহমান চৌধুরী ও এম. এন. এ মো: মোজাফফর রহমান চৌধুরী, এম.পি. এ বেগম হামিদা চৌ: এবং ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান, ৭২ জন গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষিরোদা সুন্দরী কলেজ প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদান করেন। ১৯৭৭ সালে দক্ষিণ অংশে প্রথম ১টি বিল্ডিং সরকারি অনুদানে নির্মিত হয়। ০১/০৯/১৯৮৪ খ্রিষ্টাব্দে “জাহাঙ্গীরপুর সরকারি কলেজ” নামে জাতীয়করণ করা হয়।